ধর্ষণে সহায়তার অভিযোগ: যুব মহিলা লীগ নেত্রী বহিষ্কার

পঞ্চগড়ের বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ধর্ষণে সহায়তা ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

শুক্রবার রাতে পঞ্চগড় জেলা মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন ও সাধারণ সম্পাদক মালেকা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞোপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৬ জুলাই তার বিরুদ্ধে (আবিদা সুলতানা লাকি) পঞ্চগড়ের বোদা থানায় একটি মামলা হয়।
মামলার বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব মহিলা লীগ পঞ্চগড় জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী দলবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকিকে সাময়িকভাবে বহিষ্কার করা হল।

গত বৃহস্পতিবার উপজেলায় ২৮ বছর বয়সী এক নারীকে মডেল বানানোর কথা বলে ধর্ষণের মামলায় সাজ্জাদ হোসেন মিলন (৩৩) ও ধর্ষণে সহায়তা করায় আবিদা সুলতানা লাকিকে আটক করে বোদা থানা পুলিশ।