ঝিনাইদহে আজ নতুন করে আরও ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৬৪ জন, সুস্থ ২৪৩ জন, মোট মৃত্যুবরণ করেছে ১৩ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৬৫টি রিপোর্ট এসেছে এর মধ্যে ৪৬টি নেগেটিভ ও ১৯ জন নতুন করে আক্রান্ত।
আক্রান্তরা সদর উপজেলা-২, কালীগঞ্জ উপজেলা-১১, কোটচাঁদপুর উপজেলায়-৬। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২২ জন।