বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় ঔষুধ উদ্ধার

বেনাপোল চেকপোষ্টের মামুন এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে বিপুল পরিমান ভারতীয় ঔষুধ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তার দোকান থেকে এ ঔষধের চালানটি উদ্ধার করা হয়।

মামুন এন্টারপ্রাইজের মালিক মামুন বলেন, এটা লক ডাউনের জন্য রোগিদের আত্মীয় স্বজনরা ভারত থেকে পাঠিয়েছে। রোগিরা তার দোকান থেকে নিয়ে যাবে বলে তিনি দাবি করেন।

৪৯ বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডর সুবেদার লালমিয়া বলেন, এটা যদি বাংলাদেশের রোগিদের ঔষুধ হয় আমি ছেড়ে দিব। তবে ঔষুদের প্রিসক্রিপশন দেখাতে হবে। এই বলে তিনি প্রায় ৫-৬ টি ব্যাগ বোঝাই করে ক্যাম্পে নিয়ে যায় আর বলে যায় ওই রোগিদের আত্মীয় স্বজনরা আসলে প্রিসক্রিপশন নিয়ে আসেন।

স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মামুন দীর্ঘদিন ধরে ভারতীয় ঔষুধের ব্যাবসা করে। লকডাউনে প্রিসক্রিপশন বাদে সে চোরাইপথে ভারত থেকে বিভিন্ন প্রকার ঔষধ এনে অতি মুনাফা নিয়ে বিক্রি করে থাকে।