বেখেয়ালে সুঁই গিলে ফেলল কিশোর, অতপর…

নিজের কাপড় সেলাই করার সময় ছোট্ট একটি সূচ গিলে ফেলেন এক কিশোর। বিষয়টি ওই সময় বুঝতেই পারেননি তিনি। কিন্তু কয়েকদিন যেতেই তীব্র যন্ত্রণা শুরু হতে থাকে তার।

একপর্যায়ে হাসপাতালে গেলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় ১৭ বছরের ওই কিশোরের। রিপোর্টে দেখা যায়, কিশোরের হার্টে ছোট্ট একটি সূচ বিঁধে আছে।

দ্য জার্নাল অব ইমার্জেন্সি মেডিসিনে এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। তাতে বলা হয়, তিন তিন ব্যথা হওয়ার পর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার হয় কিশোরকে। কিশোর জানায়, শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

চিকিৎসকরা প্রথমে ধারণা করেন, হার্টের কোনো সমস্যা হয়ে থাকতে পারে। কিন্তু পরীক্ষা করতেই দেখা যায়, হার্টে সূচটি বিঁধে ক্ষত সৃষ্টি হয়েছে।

সূচটি ১.৪ ইঞ্চি লম্বা। পরে জানা জানা যায়, কাপড় সেলাইয়ের সময় সূচ মুখে দিয়েছিলেন তিনি। তবে সে ব্যাপারে পরে খেয়াল রাখতে পারেননি। যে কারণে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে।

সূত্র : সায়েন্স এলার্ট