যশোরে অস্থায়ী তাঁত-বস্ত্র-হস্তশিল্প পণ্যের বাজার উদ্বোধন

যশোরে অস্থায়ী তাঁত, বস্ত্র, হস্তশিল্প পণ্যের বাজার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর দড়াটানা গাড়িখানা রোডের পুরাতন কসবা ফাঁড়ি প্রাঙ্গনে (পুলিশ ক্লাব মাঠ) এ বাজারের উদ্বোধন করা হয়। অস্থায়ী বাজার উদ্বোধনের সময় আয়োজক কমিটি, পুলিশ সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আয়োজক কমিটির প্রধান শহিদুল ইসলাম চাঁন জানান, যশোর জেলা পুলিশের সার্বিক তত্বাবধানে এ বাজারের আয়োজন। করোনার প্রাদুর্ভাব রুখতেই পুলিশের সহযোগিতায় এ আয়োজন।

তিনি আরো জানান, করোনার ঝুঁকি এড়াতে তারা ফাঁকা ফাঁকা করে দোকান বসিয়েছেন তারা। এছাড়া মাস্ক ছাড়া এ বাজারে কেউই প্রবেশ করতে পারবে না। প্রবেশদ্বারে হাতধোয়ার ব্যবস্থা, হ্যান্ড সেনিটাইজার ও শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে বাজারে প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানান মি. শহিদুল।

অস্থায়ী বাজারে তাঁত, বস্ত্র. হস্ত, প্রসাধনী, কসমেটিক্স, খেলনা, চটপটি, জুতা-স্যান্ডেল, রুটি মেকার, ক্রোকারিজ, সহ হরেক রকম পন্যের পসরা সাজিয়েছে দোকানীরা। এছাড়াও বাজার প্রাঙ্গনে করোনা প্রতিরোধে সচেতনতা বিষয়ক নির্দেশনা সম্বলিত বিভিন্ন ধরণের ব্যানার ফেস্টুন টাঙানো হয়েছে।

উদ্বোধনের পর বাজারে আসা কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা বললে তারা জানান, যশোরের বড় বাজার, কালেক্টরেট মার্কেট সহ ছোট খাটো বেশকিছু মার্কেট আছে। করোনা সংক্রমনের মধ্যেও এসব বাজার গুলোতে ভিড় দেখা যাচ্ছে। অনেকে ওই সব মার্কেটে যেতে ভয় পান। পুলিশের আয়োজনে এ মার্কেট চালু হওয়ায় কেনাকাটায় ক্রেতা সাধারণের মাঝে স্বস্তি ফিরবে বলেও দাবি করেন কেউ কেউ।