করোনায় সাড়ে ৩ মাসে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন শনাক্তের হার

covid 19 coronavirus

দেশে সাড়ে তিন মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার সর্বনিম্ন। আজ বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় ১৪ দশমিক ৯৬ শতাংশের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ১৯ মে এর চেয়ে কম ১৪ দশমিক ৮১ শতাংশের করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৩২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত করার নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু কমেছে। এ পর্যন্ত দেশে ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জনের করোনা শনাক্ত হলো। এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৩৮৩ জন। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪২২টি নমুনা। এর আগের দিন ১৫ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি নমুনা।

আজ বৃহস্পতিবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৮ জন নারী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন।

গতকাল বুধবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৮২ জনের করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৩৫ জন। বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

দেশে করোনায় সংক্রমিত প্রথম ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে ৮ মার্চ। করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।