ঝিনাইদহের সদর উপজেলার বিষয়খালী বাজার থেকে ৯২ পিচ ইয়াবাসহ দুইমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ হাবিবুল্লাহ দুর্গাপুর স্কুলপাড়ার মোঃ ইউনুছ বিশ্বাসের ছেলে এবং মোঃ জীবন রহমান কিসমত গড়িয়ালা মোঃ আবু তালেব বিশ্বাসের ছেলে অপর দিকে মহেশপুর থানাধীন খালিশপুর বাজার থেকে মোঃ সালাউদ্দিন মিয়া (৩৫) পদ্মাপুকুর মাঝপাড়া মোঃ বকুল মিয়ার ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিষয়খালী ও মহেশপুর এলাকা দিয়ে মাদক পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। এসময় অভিযান চালিয়ে ৯২ পিচ ইয়াবা ও ৪৫ বোতল ডায়ালেক্সসহ তিনমাদক ব্যবসায়ী আটক করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।