মৃতদের জন্য অদ্ভুত এক কনসার্ট

এত আলো তাতে চোখ ঝলসে যায়। তেমনই আলোতে ভরে উঠেছে স্টুডিও। আর সেই স্টুডিওর মঞ্চের শিল্পীরা হাজির রং বেরঙের পোশাকে ৷ কিন্তু এত আয়োজন যাদের নিয়ে কোথায় তারা। তাদের উপস্থিতি তো নেই। তাহলে কোথায়! আসলে কনসার্টটির আয়োজন মৃতদের নিয়ে। এমন অদ্ভুত কনসার্টটির নাম গেটাই। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাসরত চীনা অভিবাসীদের ঐতিহ্যবাহী এক আয়োজন।

তাদের বিশ্বাস অনুযায়ী, চীনা চন্দ্র বর্ষের সপ্তম মাসে মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে। সিঙ্গাপুরে তাদের বিনোদনের উদ্দেশ্যেই এই আয়োজন হয়ে আসছে। আয়োজনটি মৃতদের জন্য হলেও জীবিত দর্শকের সামনেই গান গাওয়া হয়। কিন্তু মহামারি করোনা পরিস্থিতিতে এবার প্রেক্ষাপটটি ভিন্ন। খোলা স্থানের বদলে আয়োজনটি হচ্ছে বদ্ধ স্টুডিওতে।

ফেবে হুয়াং গোটাই সংগীতের খ্যাতনামা শিল্পী। প্রতি বছর স্বামীর সঙ্গে এই উৎসবে তিনি দেশজুড়ে গান করে বেড়ান৷ সেখান থেকেই আয় রোজগার জোটে। তিনি জানান, ‘করোনা আঘাত হানার পর দুই-তিনমাস আমাদের কোনো আয় রোজগারই ছিল না। আমরা অনলাইনে কিছু আয়ের চেষ্টা করেছি। আর এখন গোটাই-এর লাইভ স্ট্রিমিং শুরু হয়েছে। সূত্র : ডয়চে ভেলে।