যশোরে দেশটাকে পরিষ্কার করি দিবস পালিত

“ঘর থেকে শুরু করি দেশটাকে পরিষ্কার করি” এবছর এই স্লোগান কে সামনে রেখে ৬ষ্ঠ বারের মত পরিবর্তন চাই এর আয়োজনে দেশটাকে পরিষ্কার করি দিবস পালিত হলো। সারা দেশের ন‍্যায় যশোরেও দিবসটি পালন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় যশোর জেলা পরিষদ চত্বরে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।
পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের পাশাপাশি সচেতনতা মূলক স্টিকার ও ডাস্টবিন প্রদান করা হয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।
পরিবর্তন চাই যশোরের সমন্বয়ক কামাল মুস্তাফার নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা এই অভিজানে অংশগ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সাধারণ সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ লিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরধুনী সংগীত নিকেতন এর সভাপতি জনাব হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যশোর কলেজ এর অধ্যক্ষ জনাব মুস্তাক হোসেন শিম্বা, সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মীর মোশাররফ হোসেন বাবু। এসময় দেশটাকে পরিষ্কার করি দিবস এর উদ্ভোদন ঘোষণা করেন যশোর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিল জনাব গোলাম মোস্তফা।

এ বিষয়ে জানতে চাইলে পরিবর্তন চাই যশোরের সমন্বয়ক কামাল মুস্তাফা বলেন
নিজে সচেতন না হলে, অন্যকে
সচেতন করা সম্ভব নয়। এই মূলমন্ত্রকে সামনে রেখে পথচলা শুরু আমাদের। বিগত ৫ বছরে আপনাদের সহযোগিতায় অনেক দূর এগিয়েছি আমরা।
শুধু কর্মসূচি কেন্দ্রীক নয়, আমরা নিজস্ব বলয়ের মধ্যে সকল ব্যক্তিকেই এ ব্যাপারে উৎসাহিত করছি। কেননা আমরা বিশ্বাস করি, কর্মসূচি কেন্দ্রীক কোন উদ্যােগই সফলতার চূড়ায় পৌঁছুতে পারেনা।
তাই ‘ডোর টু ডোর’ প্রকল্প চলমান আমাদের।

এই নিয়ে পরিবর্তন চাই সংগঠনটি ষষ্ঠ বারের মত পালন করল দেশটাকে পরিষ্কার করি দিবস।
২০১৪ সাল থেকে World Cleanup Day এর সাথে একাত্মতা ঘোষণা করে সারাদেশে একযোগে দেশটাকে পরিষ্কার করি দিবস পালন করে আসছে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বোরহান ইউসুফ।
এছাড়াও উপস্থিত ছিলেন তন্ময় দত্ত, ফাহিম আহম্মেদ , ইসতিয়াক আবির, সুমাইয়া উষ্মী, সাদিয় ইয়াসমিন ,ইশমাম শাহারিয়ার, রাইয়ান রশিদ আবির, তানভীর আহম্মেদ, মাসুদ রানা, মেহেদী হাসান হৃদয়, মোতাসিম বিল্লা জিসান, সাকিবুজ্জামান নাবিল, সাকিব হাসান নাবিল,রেদওয়ান আলী,আসিফ ইফতি, নাহিদা আক্তার,খন্দকার তামিম, জিহাদ বিন প্রমুখ