মেসিকে থামাতে পেরে নিজেকেই অভিনন্দন দিচ্ছেন বার্তামেউ

messi

বার্সেলোনার প্রেসিডেন্ট মারিও বার্তামেউয়ের বিপক্ষে সংবাদ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন লিওনলে মেসি। বার্তামেউকে বলেছেন, প্রত্যারক। মেসি বিশ্বাস করেন, তার ফ্রিতে ক্লাব ছাড়ার সুযোগ ছিল। কিন্তু বার্তামেউ যেতে দেননি। বার্তামেউ তাই বাধ্য করেছেন মেসিকে বার্সাতেই থেকে যেতে।

বার্সা প্রেসিডেন্ট বার্তামেউয়ের ওপর ক্ষোভ ঝাড়ার পরও মেসির সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে চাইছেন তিনি। মেসির সঙ্গে কোন দ্বন্দ্বে জড়াতে চান না বলে জানিয়েছেন বার্তামেউ। কারণ বার্সার জয় পেতে মেসিকে দরকার। দলে মেসি থাকা মানে সাফল্য পাওয়ার নিশ্চয়তা।

টিভি-থ্রি’কে বার্সা প্রেসিডেন্ট বার্তামেউ বলেছেন, ‘আমি তার সঙ্গে কোন দ্বন্দ্বে জড়াতে চাইবো না। কারণ সে আমাদের অধিনায়ক। আমাদের দলের নেতা।’ মেসির বার্সা ছাড়তে চাওয়া নিয়ে বার্তামেউ বলেন, ‘আমি তাকে ক্লাব থেকে চলে যেতে দিতে পারি না। দলে মেসিকে দরকার। সে সর্বকালের সেরা ফুটবলার। আর দলে মেসি থাকা মানে সাফল্য পাওয়ার নিশ্চয়তা।’

মেসি অনিচ্ছায় বার্সায় থেকে গেলেও দলের প্রয়োজনে নেতার দায়িত্ব ঠিকই পালন করছেন বলেও উল্লেখ করেন বার্তামেউ, ‘আমরা দেখেছি, মেসি মাঠে সতীর্থদের সঙ্গে কথা বলা অব্যাহত রেখেছে। আমরা তাই সংকট থেকে একটু একটু করে বেরিয়ে আসছি। সে শেষ ক‘টা ম্যাচে যেভাবে দলের সঙ্গে মিশে গেছে তাতে আমরা মেসিকে ধরে রাখতে পারায় নিজেরাই নিজেদের অভিনন্দন জানাতে পারি।’

বার্সেলোনার প্রেসিডেন্টের দায়িত্বে থাকা বার্তামেউয়ের জন্য কঠিন হয়ে উঠেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তার বিরুদ্ধে অনাস্থা ভোট হতে পারে। তবে বার্তামেউ পদ নিয়ে নয় দলের গুছিয়ে ওঠার দিয়ে মনোযোগ দিচ্ছেন বলে জানিয়েছেন, ‘বোর্ড এবং আমি শক্তিশালী দল গড়ার দিকে মনোযোগ রাখছি। ভোট নিয়ে পরে আমরা কথা বলবো। আপাতত কেউ দায়িত্ব থেকে সরছি না।’