যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ধানের শীষ পেলেন নূর-উন-নবী

nurnun mobi

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি মনোনয়ন পেয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন নবী। রোববার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে দলীয় মনোনয়ন প্রত্যাশী চারজন আবেদন করেন। জেলা আহ্বায়ক কমিটি মনোনয়ন চূড়ান্তকরণের জন্য আবেদনগুলো মহাসচিব বরাবর পাঠিয়ে দেন। পরে যাচাই বাছাই করে তাকে প্রার্থী চূড়ান্ত করা হয়।

আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৬ সেপ্টেম্বর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

গত মার্চে যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচনের আগে শাহীন চাকলাদার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে।