যশোরে বোমা-ইয়াবাসহ ৮ সন্ত্রাসী আটক

jessore atok map

যশোর কোতয়ালি পুলিশ অভিযান চালিয়ে শহরের খড়কি এলাকা থেকে বোমা ইয়াবা ও একটি দাসহ ৮ সন্ত্রাসীকে আটক করেছে।

আটককৃতদের বাড়ি যশোর, খুলনা ও মাদারিপুর জেলার বিভিন্ন এলাকায়।

মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে পুলিশ এদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছে শহরের খড়কি কলা বাগান এলাকার মুজিবরের ছেলে রাজা হোসেন (১৮), খুলনা তেরখাদার পাতলা গ্রামের আজমল লষ্করের ছেলে রাজিব লষ্কর (১৮), মাদারিপুর জেলার আমতলী প্রাইমারি স্কুলের সামনে ওলিয়ার রহমানের ছেলে স্বাধীন (১৮), খুলনা কেএমপি রেলওয়ে হাসপাতাল মোড়ের আামরি হোসেনের ছেলে মনির হোসেন (২৮), মাদারিপুর ঘটকচর গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে শামিম হোসেন (১৭) খুলনা তেরখাদার পাতলা গ্রামের বায়েজিদ লষ্করের ছেলে ছাব্বির লষ্কও (১৮), একই গ্রামের তফসির মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (১৭) ও দেলোয়ার ঘরামির ছেলে আকাশ ঘরামি (১৭)।

কোতয়ালি থানার এ এস আই আল মিরাজ জানান, মঙ্গলবার সকালে গোপনে সংবাদ পায় খড়কি কলাবাগান এলাকায় কয়েকজন সন্ত্রাসী অপরাধ সংগঠনের জন্য অবস্থান করছে। এখবরের ভিত্তিতে খড়কি কলাবাগানের মুজিবর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ১০ টি বোমা, ৮০ পিচ ইয়াবা ও একটি গাছি দা। আটককৃতরা খড়কি কলাবাগানের মুজিবরের ছেলে ছোট রাজার আশ্রয়ে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘঠিত করে। এদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

এলাকাবাসি জানায়, আটককৃত সন্ত্রাসীরা খুলনা এলাকার সাগর-রমজান বাহিনীর সদস্য। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, বিষ্ফোরক, চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।