বিরোধী দল গঠন করলেন সৌদি ভিন্নমতাবলম্বীরা

salman saudi

ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে বসবাস করা সৌদি ভিন্নমতাবলম্বীদের একটি গোষ্ঠী বিরোধী দল গঠনের ঘোষণা দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বুধবারের এই ঘোষণা বাদশাহ সালমানের অধীনে সংঘটিত রাজনৈতিক প্রতিরোধের প্রথম দৃষ্টান্ত এটি।

তাদের এক বিবৃতিতে বলা হয়, আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি গঠনের ঘোষণা দিচ্ছি। এ দলের লক্ষ্য সৌদি আরবে একটি সরকার গঠনের অংশ হিসেবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা।

দলের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ দলের প্রধান হচ্ছেন লন্ডনভিত্তিক বিশিষ্ট মানবাধিকার কর্মী ইয়াহিয়া আসিরি।

দলের সদস্যদের মধ্যে থাকছেন শিক্ষাবিদ মাদাবি আল-রশিদ, গবেষক সাঈদ বিন নাসের আল-গামদি, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল্লাহ আলাউধ এবং কানাডা প্রবাসী ওমর আব্দুলাজিজ।