ফিরে যান ফেসবুকের পুরোনো লেআউটে

facebook

চলতি মাসের শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ তাদের নতুন লেআউট দিয়েছে। যা দেখতে আকর্ষণীয় হলেও অনেকে নতুন লেআউট বুঝে উঠতে পারেননি ঠিকঠাক।

নতুন ফেসবুকের অনেক কিছুই বুঝে উঠতে সমস্যা হচ্ছে অনেকের। এনিয়ে ফেসবুকেই ক্ষোভ ঝাড়তে দেখা গেছে অনেককে। বিশেষ করে কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরা।

ফেসবুকের পুরোনো ভার্শন আগামী ১ অক্টোবর থেকে ফেসবুকের টার্মস অব সার্ভিসের ৩.২ সেকশন আপডেট করা হবে। এরইমধ্যে অনেক ব্যবহারকারীই নতুন লেআউট পেয়েছে।যা সহজ ভাবে নিতে পারেনি অনেকে।

তবে প্রযুক্তির ফাঁকফোকর কী আর কম! কম্পিউটারে ‘গুগল ক্রোম’ ব্যবহারকারীরা চাইলেই নতুন ফেসবুক লেআউট থেকে ফিরে যেতে পারেন পুরোনো লেআউটে।
এক্ষেত্রে গুগল ক্রোমের এড এক্সটেশন দিয়ে ‘ওল্ড লেআউট ফর ফেসবুক’ এড করে নিলেই ফিরে পাবেন ফেসবুকের পুরোনো লেআউট।