বড় মোটরসাইকেল বানিয়ে বিশ্ব রেকর্ড

বিশ্বের সবচেয়ে বড় আকৃতির যন্ত্র বানিয়ে গিনেস বিশ্ব রেকর্ড বুকে নাম লেখান অনেকে। আর সেই পথে পা বাড়িয়েছিলেন ভারতের গুজরাটের ভরত সিং। ৮৬ ফুট দৈর্ঘ্যের একটি মোটরসাইকেল বানিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়েছেন তিনি। আর সেটি বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস বিশ্ব রেকর্ড।
সংবাদ মাধ্যমের খবর, বিশ্বের সবচেয়ে বড় মোটরসাইকেল বানাতে ব্যবহার করা হয়েছে ১২৫ সিসি বাজাজ ডিসকভার। এ সাধারণ বাইককে বিশেষ পদ্ধতিতে ৮৬ ফুট দৈর্ঘ্য করা হয়েছে। এতে এ মোটরসাইকেল গিনেস বুকে স্থান করে নিয়েছে।

মোটরসাইকেলটির দুই চাকার দৈর্ঘ্য ২৬.২৯ মিটার বা ৮৬ ফুট। মূলত ‘চেন ড্রাইভ’ মেকানিজম পদ্ধতির মাধ্যমে ১২৫ সিসি বাজাজ ডিসকভারের সাধারণ বাইকটিকে ৮৬ ফুট লম্বা করেন ভরত সিং।

ভরত সিং জানান, এ বাইকটিকেই দৈর্ঘ্যে আরো ১৪ ফুট বাড়াতে চান তিনি। এতে ১০০ ফুট লম্বা বাইক তৈরি হবে। তবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ মোটরসাইকেলটি সড়কে চালানো সম্ভব কিনা তা বলতে পারেননি তিনি।