যশোরের নরেন্দ্রপুরে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

jessore map

যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তাজিনুর রহমান তামিম নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি পাশে পুকুরে পানিতে ডুবে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটে।

তাজিনুর রহমান তামিম (৭) জিরাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ও ওই গ্রামের ব্যবসায়ী শফিয়ার রহমানের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানাযায়, ঘটনার দিন বেলা সাড়ে ১২টার দিকে খেলার সাথী সিয়াম হোসেন (৫) এর সাথে বাড়ির পাশে আব্দুল আজিজের পুকুর পাড়ে চলে যায়। এক পর্যায়ে তামিম পা’পিছলে পানিতে গড়িয়ে পড়ে যায়। তামিমের সঙ্গি সিয়াম দৌড়ে বাড়ি এসে তার নানি’কে সামনে পেয়ে তামিম পুকুরে ডুব দিয়েছে বলে অস্থির হয়ে পড়ে। শিশু সিয়ামের কথা বুঝে উঠতে এরই মধ্যে পেরিয়ে গেছে বেশ কিছু সময়। যখন বুঝেছে ততক্ষণে হয়তো সব শেষ। শিশু সিয়ামের দেখানো পথে বাড়ির মহিলারা পুকুর পাড়ে এসে চিৎকার-চেচামেচি শুনে পুকুরের ওপর পাশে বিল্ডিং নির্মান শ্রমিক হারুন-অর-রশিদ, হুমায়ন, সেলিম, হাসান সহ অনেকে ছুটে এসে পুকুরে নেমে খোঁজাখুজির প্রায় আধা ঘন্টা পর পুকুরের সিঁড়ির নিচ থেকে মৃতবস্থায় উদ্ধার করে তামিম’কে। এঘটনায় এলাকাজুড়ে হৃদয়বিদারক এক করুন দৃশ্যের অবতারনার সৃষ্টি হয়।