নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের একটি বিল থেকে খুন হওয়া নূর জাহান বেগমের (৫৫) শরীরের আরও দুটি অংশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে নারীর শরীরের কাটা চারটি অংশ আলাদাভাবে উদ্ধার হলো। এ ঘটনায় নিহতের ছেলে একটি হত্যা মামলা করেছেন। তবে এখনো পর্যন্ত এ ঘটনার রহস্য উদঘাটন এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সকালে উত্তর জাহাজমারা-চেউয়্যাখালী এলাকার বিল থেকে নিহতের শরীরের বাকি অংশ দুটি উদ্ধার করা হয়। নিহত নূর জাহান বেগম ওই গ্রামের মৃত আবদুল বারেকের স্ত্রী। স্বামী ও এক ছেলের মৃত্যুর পর থেকে ওই নারী হাঁস মুরগি পালন করে নিজের সংসারের খরচ বহন করতেন।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, ঘটনায় নিহত নারীর ছেলে হুময়ুন কবির অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বুধবার বিকাল ৫টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে উত্তর জাহাজমারা-চেউয়্যাখালী এলাকার বিলে ধানের আঁড়ির সঙ্গে আটকানো অবস্থায় নূর জাহান নামের ওই নারীর শরীরের মাথা ও কোমর থেকে হাটু পর্যন্ত দু’টি অংশ উদ্ধার করে পুলিশ। বাকি দুটি অংশ তখন পাওয়া যায়নি।