ক্রিশ্চিয়ানো রোনালদোর বাড়িতে চুরি

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বাড়িতে চুরি। তবে বেশি কিছু নিতে পারেনি চোরের দল। রোনালদোর সই করা কয়েকটা জার্সি কেবলমাত্র চুরি গিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। ঘটনাটি যখন ঘটেছে তখন লিসবনের মাঠে স্পেনের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ব্যস্ত ছিলেন সিআর সেভেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। চুরির সময় বাড়িতে কে কে ছিলেন তা অবশ্য এখনও পরিষ্কার নয়।

ছুটি কিংবা অবসরের সময় পরিবার নিয়ে এই বাড়িতেই থাকতেন জুভেন্টাস তারকা। লকডাউনের সময় বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং ছেলেমেয়েদের নিয়ে এই বাড়িতেই কাটিয়ে গেছেন রোনালদো। পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছে, ওই বাড়িরই এক কর্মী ভুল করে গ্যারেজের দরজা খুলে রেখেছিলেন। সেই দরজা দিয়েই নাকি চোর ঢুকেছিল বাড়িতে!

রোনালদোর জার্সি ছাড়া আর নিয়েছে বেসবলের একটি ক্যাপ। রোনালদোর সই করা জুভেন্টাসের জার্সিটির দাম হতে পারে ২০০ ইউরো বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। সিসিটিভি ক্যামেরায় চোরকে চিহ্নিত করা হলেও এখনও তাকে গ্রেপ্তার করা যায়নি। রোনালদোর এই বাড়িতে মোট পাঁচটি গাড়ি রাখা রয়েছে গ্যারেজে।