যশোরে আইনজীবীর মৃত্যুতে ফুল কোর্ট রেফারেন্স

যশোর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য আব্দুল লতিফ-১ এর মৃত্যুতে রোববার জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে এ ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। পরে জেলা আইনজীবী সমিতির ১ নং মিলনায়তনে নিহতের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এম ইদ্রিস আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী একে এম মনজুরুল হক, রবিউল ইসলাম-১, নজরুল ইসলাম, মোহাম্মদ জাফর সাদিক, মোহাম্মদ ইসহক, মাহবুব আলম বাচ্চু, কাজী বাহাউদ্দীন ইকবাল, গাজী আব্দুল কাদীর, আবু বক্কর সিদ্দিকি, মসিয়ার রহমান, আরএম মঈনুল হক ময়না, আবুল হোসেন, কাজী ফরিদুল ইসলাম, সুব্রত ব্যানার্জী, খন্দকার দেলোয়ার হোসেন, মকবুল ইসলাম, মনজুর কাদের আশিক, শাহানুর আলম শাহীন, জিএম আবু মুছা, আবুল কায়েস, সিরাজুল ইসলাম লেন্টু, সোহেল শামীম, বশির আহম্মেদ খান। সভা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, দোয়া পরিচালনা করেন মাহবুবুল আলম।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত সাড়ে সাতটায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মণিরামপুর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি মণিরামপুর উপজেলার রামনগর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। ১৯৮৪ সালের ১১ অক্টোবর তিনি যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য পদ পান।