যশোরের শার্শায় নেশার টাকা না দেওয়ায় এক যুবকের বিরুদ্ধে মাকে হত্যার উদ্দেশ্য বটি দিয়ে কুপিয়ে গর্তের মধ্যে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধায় যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের সম্বন্ধকাটি গ্রামে। ওই যুবকের নাম তৌহিদুল ইসলাম (৩৫)। তার মা স্বরূপজান বেগম (৫৫) ওই গ্রামের নুর মুহাম্মদ টকীর স্ত্রী।
নাভারন ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যাপক তৌহিদের প্রতিবেশি আসাদুজ্জামান আশা বলেন, বুধবার সন্ধায় তৌহিদ মায়ের কাছে নেশা করার জন্য কিছু টাকা চায়। তার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তৌহিদ তার মাকে বটি দিয়ে কুপিয়ে পলিথিনে মুড়ে গর্তের ভেতর ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়।
পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।তার অবস্থা আশঙ্কাজনক।
শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, তৌহিদকে আটক করা হয়েছে। এব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।