বিএসপি’র সাহিত্য সভা অনুষ্ঠিত

বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২০১ তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী রকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক ড. মোঃ মুস্তাফিজুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ড. শাহনাজ পারভীন, অধ্যক্ষ হাফিজুর রহমান।

সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, আবুল হাসান তুহিন, আহমেদ মাহাবুব ফারুক, অ্যাডভোকেট মাহমুদা খানম, সাধন কুমার অধিকারী, শাহরিয়ার সোহেল, রাশিদা আখতার লিলি, মোঃ হোসেন আলী, শেখ হামিদুল হক, রাজপথিক, শংকর নিভানন, ফাতিমা পারভীন, পারভীনা খাতুন, রেজাউল করিম রোমেল, মাসুম বিল্লাহ, মশিউর রহমান খান মোহন, মানবেন্দ্র কুমার সাহা, মোঃ মোস্তাফিজুর রহমান, সানজিদা ফেরদৌস, এম.এ কাসেম অমিয়, স্বপ্না মজুমদার, নজরুল ইসলাম প্রমুখ।

সভার শুরুতে সংগঠনের বারবার নির্বাচিত সভাপতি অধ্যাপক মোঃ সামসুজ্জামান, সম্মানিত সদস্য কবি আব্দুল আলিম ও সংগঠনের উপদেষ্টা কলামিষ্ট আমিরুল ইসলাম রন্টুর ছেলে তমারুল ইসলাম তমালের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিটি নিরবতা পালন করা হয়। এছাড়া করোনাকালীন সময়ে অসুস্থ সকল সদস্যদের সুস্থতা কামনা করা হয়।

এছাড়া আগামি ২০ নভেম্বর বিকাল ৫টায় ভাচুর্য়াল সাহিত্য সভা ও ৪ ডিসেম্বর ২০২তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হবে সভায় জানানো হয়।