করোনায় যশোরে পুলিশ সদস্যের মৃত্যু

coronavirus jessore map

করোনায় আক্রান্ত হয়ে যশোর সদর ট্রাফিক পুলিশের সদস্য কনস্টেবল মানিক মোল্যার (৫৮) মৃত্যু হয়েছে। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার জাংগালিয়া গ্রামের বাসিন্দা।

যশোর সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মাহাবুব কবির জানান, মানিক মোল্যা (কনস্টেবল নম্বর ৮৩৫) জ্বরে ভুগছিলেন। এ কারণে তাকে ছুটি দেয়া হয়। শুক্রবার (৬ নভেম্বর) বিকালে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়। সন্ধ্যার পর ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফরিদপুর পৌঁছুলে অবস্থা আশংকাজনক হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে তার মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে টিআই মাহাবুব কবির নিশ্চিত করেছেন, মানিক মোল্যা করোনায় পজিটিভ ছিলেন। শুক্রবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।