যশোরের শার্শায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হযেছে। শনিবার বেলা ১০ টার সময় শার্শা উপজেলা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় দিবসের আনুষ্টানিকতা শুরু হয়।
পরে শার্শা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথির সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা এবিএম আক্কাস আলীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্টানে প্রধান অতিথির ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল।
আরো বক্তব্য রাথেন শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, ডেপুটি কমান্ডার নাসির উদ্দিন, উপজেলা সহকারি সমবায় কর্মকর্তা রফিকুজামান, মহিদুল ইসলাম, সাংবাদিক এম এ রহিম, মতিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বেনাপোলের সাদিপুর পাঁচুয়ার বাওড় মৎম্যজীবী সমবায় সমিতিকে উপজেলার শ্রেষ্ট সমবায় সমিতি ও বেনাপোল রিপোটার্স মাল্টিপারপার্স কো অপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় সমিতিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৯টি শ্রেষ্ট সমবায় সমিতিকে সন্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সন্মানিত করা হয়।