বাঘারপাড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅবস্থান

সারাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে যশোরের বাঘারপাড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক শচীন্দ্রনাথ বিশ্বাস, অধ্যাপক শৈলেন্দ্রনাথ বিশ্বাস, শংকর বিশ্বাস, বিমল দাস, কানাইলাল চৌধুরী, শশাঙ্ক পাল (সোনা), উত্তম কুন্ডু, সুভাষ রায়, সুব্রত রায়, উত্তম মন্ডল, প্রসেনজিৎ ঠাকুর, আশিক অধিকারী, সুদীপ্ত অধিকারী, কিশোর বিশ্বাস, প্রভাত বিশ্বাস, হরিচাঁদ বিশ্বাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল সংখ্যালঘুদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর অপচেষ্টা চালানো হচ্ছে। চিহ্নিত এসব অপপ্রচারকারীর বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে না। তাই দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছেন ধর্মীয় সংখ্যালঘুরা। এ সময় দিনাজপুর-কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় ধর্মীয় সংখ্যালঘু পরিবারের ওপর আক্রমণ, অগ্নিসংযোগ, নির্যাতন, হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

গণঅবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল বাঘারপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।