বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের (এআইসিসি) পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী বলেছেন, দেশের প্রথম বিষমুক্ত সবজি এলাকা গাইদঘাট। সরকার বিষমুক্ত ও টাটকা সবজি সংগ্রহ করতে অঞ্চল ভিত্তিক বেশ কয়েকটি প্যাকেজিং হাউজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। যার একটি তৈরি হবে গাইদঘাটে। এ সব সবজি সরাসরি বিদেশে রপ্তানি করা হবে। ভরা মৌমুসে এ অঞ্চলের কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে উদ্বৃত্ত সবজি সংগ্রহের জন্য একটি কোল্ড স্টোরেজেরও প্রয়োজন।
রোববার (৮ নভেম্বর) যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্র ও তথ্য সার্ভিস অফিস পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা কৃষক সংগঠক কমরেড আইয়ুব হোসেনের স্মৃতিচারণ করে এআইসিসি পরিচালক বলেন, আইয়ুব হোসেন কৃষি ও কৃষকদের কল্যাণে এ প্রতিষ্ঠানটি গড়েছিলেন। শুধু এ অঞ্চলই নয়, দেশের বিভিন্নস্থানের কৃষকদের জন্য কাজ করেছেন তিনি। এ প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে পারলে প্রযুক্তি নির্ভর কৃষক গড়ে তোলা সম্ভব। ২০১৬ সালের ১৬ জানুয়ারী কৃষক সংগঠক কমরেড আইয়ুব হোসেন মারা যান।
ইউপি চেয়ারম্যান কমরেড সবদুল হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইদঘাট কৃষি তথ্য সার্ভিসের সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের সভাপতি লক্ষণ চন্দ্র মণ্ডল, সম্পাদক প্রভাষক গোপিকান্ত সরকার।
এ সময় বাস্তবায়ন কেন্দ্রের সদস্য মাস্টার শরিফুল ইসলাম, মশিয়ার রহমান, রানা হোসেন, তথ্য সার্ভিসের সম্পাদক খাইরুল ইসলাম হিরাসহ এলাকার অর্ধ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালে গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের যাত্রা শুরু। যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার ৬৫টি কৃষি ক্লাব নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়। সে বছর বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীরা ‘সেক্স ফেরোমন ফাঁদ’ আবিষ্কার করেছিলেন। সবজির ক্ষতিকর পোকা দমনে এই ফাঁদ কীটনাশকের বিকল্প হিসেব কাজ করবে। পরীক্ষামূলকভাবে দেশে প্রথম গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের আওতায় একটি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়। ফাঁদটি সফলভাবে কাজ করায় তা ২০০২ সালে সারাদেশের সবজি চাষীদের মাঝে সাড়া ফেলে।