শুভেচ্ছায় ভাসছেন বাইডেন, চুপ পুতিন

1

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। বাইডেনকে বিভিন্ন দেশের প্রধানরা শুভেচ্ছা জানালেও ব্যতিক্রম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন পর্যন্ত কোনো টুইট নেই। নেই টেলিফোন কল। জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে টেলিগ্রামও করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেনের জয়ের ব্যাপারে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানোর ব্যাপারে তিনি বা তার সরকার এখন পর্যন্ত চুপ আছে।

এদিকে রাশিয়ার বিরোধীদলীয় নেতা এলেক্সেই নাভালনি অবশ্য জো বাইডেন এবং ক্যামালা হারিসকে অভিনন্দন জানিয়ছেন। এক টুইটবার্তায় তিনি লেখেন, জো বাইডেন এবং ক্যামালা হারিসকে অভিনন্দন। আমেরিকার জনগণ একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে তাদের বেছে নিয়েছেন। যেটা বিশ্বের অনেক দেশেই নেই।