যশোরে দুটি পাইপগানসহ একজন আটক

jessore map

র‌্যাব সদস্যরা দেশীয় দুটি পাইপগানসহ একজনকে আটক করেছে। আটক মনিরুল ফকির খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের পীর মোহাম্মদ ফকিরের ছেলে।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র‌্যাব ৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে সোমবার সকালে মনিরুল ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে দুটি দেশীয় পাইপগান ও একটি মোবাইলসহ মনিরুলকে আটক করা হয়।

র‌্যাব ৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স) অবৈধ অস্ত্রসহ একজন আটকের তথ্য নিশ্চিত করে এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা হয়েছে বলে জানান।