র্যাব সদস্যরা দেশীয় দুটি পাইপগানসহ একজনকে আটক করেছে। আটক মনিরুল ফকির খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের পীর মোহাম্মদ ফকিরের ছেলে।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র্যাব ৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে সোমবার সকালে মনিরুল ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে দুটি দেশীয় পাইপগান ও একটি মোবাইলসহ মনিরুলকে আটক করা হয়।
র্যাব ৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স) অবৈধ অস্ত্রসহ একজন আটকের তথ্য নিশ্চিত করে এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা হয়েছে বলে জানান।