ধর্ম নিয়ে কটুক্তি করায় বাঘারপাড়ায় বিক্ষোভ সমাবেশ

যশোরের বাঘারপাড়ায় প্রতাপ নামে এক যুবক ইসলাম ধর্ম নিয়ে ফেইসবুকে কটুক্তি করেছে। এর প্রতিবাদে সোমবার (৯ নভেম্বর) বিকালে উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে কওমী ওলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতাপ বাঘারপাড়া পৌর এলাকার জেলে পাড়ার কষ্ণ বিশ্বাসের ছেলে। সে দীর্ঘ দিন ধরে বিভিন্ন সময়ে ফেইসবুকে ধর্মীয় উস্কানি ও উগ্রবাদমূলক পোষ্ট দিয়ে আসছে।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মাও. মুহাম্মদ সালাউদ্দিন।

বক্তব্য রাখেন, জেলা ওলামা পরিষদের সহ-সভাপতি মুফতি শামসুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান এজাজী, মুফতি আমানুল্লাহ কাশেমী, বাঘারপাড়া ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রশিদ, পৌর ওলামা পরিষদের সভাপতি মহিবুল্লাহ হাবীবী, সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাঘারপাড়া শাখার সভাপতি মাওলানা আবু তাহের, সাধারণ সম্পাদক বেলাল হুসাইন, মুফতি সাইফুল্লাহ, মাওলানা আনিসুর রহমান, মুফতি রেজাউল করিম শেখ ,মাসউদুর রহমান, মাওলানা আশরাফ আলী শেখ, মাওলানা আবু তালহা, মুফতি মনিরুল ইসলাম, মুফতি আব্দুর রহিম, মাওলানা সাইয়্যিদুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমেদ, মাওলানা কামরুজ্জামান, মাওলানা ওবায়দুর রহমান, আব্দুল জলিল, হাফেজ ইদ্রিস জামিল, হাফেজ রজিবুল ইসলাম প্রমুখ।

সমাবেশে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়নের পাশাপাশি উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরসহ র‌্যাব, ডিবি ও পুলিশ বাহিনীর সদস্যরা।