কেশবপুরে গাছিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজি পার্ক যশোরের কেনা কাটা ডট কম এর উদ্যোগে সোমবার দুপুরে খেজুর গাছ থেকে রস আরোহনকারী ৭০ জন গাছিকে প্রশিক্ষণ প্রদান ও উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও গাছিদের মধ্যে উপকরণ বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেজুর গাছ ও গাছি একই সুত্রে গাঁথা। রস আহরণে তাদের আরো যত্নবান হতে হবে। খেজুরের রস ও গুড় এর ন্যায্য মুল্য নিশ্চিতে আমাদের আন্তরিক হয়ে কাজ করতে হবে। যশোরের যশ খেজুরের রস এ প্রবাদ বাক্যটি যথার্থ প্রমানে প্রচেষ্টা চালাতে হবে।

কৃষি বিভাগের এল জি এস পি থ্রি এর আওতায় ত্রিমোহিনী ইউনিয়নস্থ কৃষি ভবনে অনুষ্ঠিত গাছি প্রশিক্ষণে ও উপকরণ বিতরণ অনুষ্ঠান কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ পরিচালক স্থানীয় সরকার যশোর মোঃ হুসাইন শওকত, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অদিদপ্তর যশোর বাদল চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন দফাদার, ত্রিমোহিনী ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামসহ কৃষি বিভাগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেনা হাট ডট কম এর নাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে খেজুর গাছিদের মাঝে গাছি দা, ঠুঙ্গি বিতরণ করা হয়। সাতবাড়িয়া গ্রামের আব্দুল জলিল ও চাদড়া গ্রামের গাছি আব্দুল কাদের জানান, ৩০/৩২ বছর ধলে খেজুর গাছ কাটছি এই প্রথম কেউ আমাদের কথা মনে রেখে আমাদেরকে ডেকেছে । কেনা কাটা ডট কম এ ধরণের আয়োজন করায় তারা খুশি এবং প্রশিক্ষণের মাধ্যমে তারা নিরাপদ রস আহরণ ও গুড় তৈরীতে আরো পারদর্শী হলেন বলে মনে করেন।

আয়োজকরা জানান, উপজেলার দুটি ইউনিয়নের ৭০জন গাছিকে প্রশিক্ষণের মাধ্যমে ভেজাল মুক্ত খেজুর গুড় তৈরী করার উপর গুরুত্বারোপ করার পাশাপাশি গাছিরা যাতে ন্যায্য মূল্য পায় তার সু ব্যবস্থা করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।