বাংলাদেশকে ১০টি কুকুর ও ২০টি ঘোড়া শুভেচ্ছা উপহার দিল ভারত

শুভেচ্ছা উপহার হিসাবে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে ১০ টি কুকুর ও ২০ টি ঘোড়া উপহার দিয়েছে। বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব কুকুর ও ঘোড়া আনা হয়েছে

মঙ্গলবার বেলা ১১ টার সময় ভারতের কোলকাতা ১৭ পদাতিক সেনানিবাসের জিওসি মেজর জেনরেল এনএস খুরুরু বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবির এর নিকট বেনাপোল – পেট্রাপোল নো-ম্যান্স ল্যান্ডে আনুষ্টানিকভাবে হস্তান্তর করেন। তবে ভারতীয় সেনাবাহিনীর উপহার স্বরুপ ৫০ টি ঘোড়ার মধ্যে এই ২০টি প্রথম চালান হিসেবে দেশে প্রবেশ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সেনানিবাসের কর্নেল বেলায়েত হোসেন। ভারতের উত্তর প্রদেশের সেনানিবাস থেকে প্রথমে কোলকাতার চাষাড়া ক্যাম্পে আনা হয়। এবং মঙ্গলবার বেনাপোল নো ম্যান্স ল্যান্ডে উভয় দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীকে কাগজপত্রের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাকি ৩০ টি ঘোড়া দেশে আসবে বলে তিনি জানান। এই চালানের ঘোড়া ও কুকুরগুলো ঢাকার সাভার সেনানিবাসে নেওয়া হবে।

এসময় নো ম্যান্স ল্যান্ডে ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলের মধ্যে শুভেচ্ছা ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরন করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) সদস্য, পুলিশ, কাস্টমসসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ। ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল খুরুরু বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল হুমায়ুন কবিরকে এ প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার দেওয়ার সময় সকলে করতালি দিয়ে অভিনন্দন জানান।

বেনাপোল সৌরভ এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্ট সেনাবাহিনীর উপহার পাওয়া ঘোড়া ও কুকুর বেনাপোল কাস্টমস থেকে ছাড় করিয়েছে।