যশোরে অটোমোবাইল শিল্পাঞ্চল স্থাপনে উদ্যোক্তা ও স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) উদ্যোগে যশোরে ক্ষুদ্র মটরগাড়ি শিল্পের উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পের আওতায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আরআরএফ’র নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। তিনি বলেন, অটোমোবাইল শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। সম্ভাবনাময় এই শিল্পের উন্নয়নে সরকার আন্তরিক। সরকার অটোমোবাইল শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে। এই শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে শিল্প মন্ত্রণালয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান।
বক্তব্য রাখেন আরআরএফ’র সহকারী পরিচালক অ্যান্টোনি বিশ্বাস, দৈনিক প্রতিদিনের কথার বার্তা সম্পাদক এইচআর তুহিন, যশোর সিসিটিএস’র অধ্যক্ষ জেএলডি রোজারিও, যশোর অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীন কবীর, অটোমোবাইল উদ্যোক্তা হাফিজুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আরআরএফ’র পরিচালক (প্রশিক্ষণ) আবুল কালাম আজাদ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ছিলেন আরআরএফ’র স্পন্সর সাইড ডিরেক্টর অরুণ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরআরএফ’র প্রশিক্ষণ কর্মকর্তা নার্গিস আনিসা সুলতানা।
সভায় বক্তারা বলেন, দেশে অটোমোবাইল শিল্পে ৮ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই শিল্পের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল আরও ৬০ লাখ মানুষ। যশোর জেলায় ৩ সহস্রাধিক অটোমোবাইল কারখানা রয়েছে। এই শিল্পে ১৮ সহস্রাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। যশোর শহরের মণিহার টু মুড়লি ও চাঁচড়া টু মুড়লী রোডের দুই পাশে বেশিরভাগ কারখানা গড়ে উঠেছে। শিল্পাঞ্চল বাস্তবায়ন না হওয়ায় সড়কের পাশে ঝুঁকি নিয়ে কারখানা চলছে। এতে দুর্ঘটনাও ঘটছে। অবিলম্বে অটোমোবাইল শিল্পাঞ্চল বাস্তবায়নের দাবি জানানো হয়।