যশোর ডিবি পুলিশ ও র্যাব-৬ যশোরের সদস্যদের পৃথক অভিযানে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে।
এরা হলো, বেনাপোল পোর্ট থানাস্থ বালুন্ডা গ্রামের মুজিবরের ছেলে সবুজ হোসেন (২৩), বাঘারপাড়া উপজেলার আলাদিপুর মধ্যপাড়ার মৃত মহর আলী বিশ্বাসের ছেলে জহুর আলী বিশ্বাস (৪৫) ও নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের মৃত ইয়াদত বিশ্বাসের ছেলে রুবেল (২৬) ও ইমরুল ইসলামের ছেলে ইমন ইসলাম (২০)।
ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল পোর্ট থানাস্থ বালুন্ড গ্রামে মোল্লাবাড়ি মসজিদের সামনে থেকে সবুজকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে বাঘারপাড়ার আলাদিপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেনের বাড়ির সামনে থেকে জহুর আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নড়াইলের গোবরা মধ্যপাড়া চৌরাস্তা এলাকা থেকে রুবেল ও ইমনকে আটক করা। এ সময় তাদের কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।