যশোরে ট্রাক চাপায় নিহতের ঘটনায় মামলা

road accident

যশোরে বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে নিহতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গোপালগঞ্জ জেলার গোবরা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে লিখন হোসেন দাড়িয়া বাদি হয়ে সোমবার মামলা করেন। মামলায় অজ্ঞাত নামা ট্রাক চালককে আসামি করা হয়েছে।

মামলায় বাদি লিখন হোসেন দাঁড়িয়া উল্লেখ করেছেন, তার দুলাভাই বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি (সিভিল) ক্যাডেটস মেসের বাবুর্চি ফিরোজ কামাল। বর্তমানে তিনি সদর উপজেলার ভেকুটিয়া (কলোনির মোড়) বসবাস করতেন। ১৫ নভেম্বর রোববার সকালে তিনি বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে যশোর শহরে যান। বেলা সাড়ে ১২ টায় শহর থেকে ফিরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় আরবপুর মোড় চৌরাস্তায় পৌঁছুলে একটি বেপরোয়া গতিসম্পন্ন ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দেয়। ট্রাকটি ধর্মতলা থেকে পালবাড়ি যাচ্ছিল। ট্রাকটি তাকে প্রায় ৭/৮ ফুট ছেচড়িয়ে নিয়ে যায়। এতে ফিরোজ কামাল গুরুত্বর আহত হন। ট্রাকের নীচে পড়ে তার বাইসাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি না থামিয়ে পালিয়ে যায়। আরবপুর মোড় থেকে আধা কিলোমিটার দুরে আরবপুর পাওয়ার হাউজের সামনে ট্রাক ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফিরোজ কামালকে ওই দিন বিকেলে যমোর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল পৌনে পাঁচটার দিকে ওই হাসপাতালে তিনি মারা যান।