বরিশালে লঞ্চের ছাদে যুবকের রক্তাক্ত লাশ

las

বরিশালে এক যাত্রীবাহী লঞ্চের ছাদ থেকে ২২ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখেন লঞ্চের কর্মচারীরা। আগের রাতে ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে সুন্দরবন-১১ নামের লঞ্চটি।

পুলিশের ধারণা, রাতের কোনো এক সময়ে ছুরিকাঘাতে হত্যার পর যুবকের মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বরিশাল নৌ পুলিশ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে লঞ্চটি বরিশাল ঘাটে পৌঁছায়।

বেশিরভাগ যাত্রী নেমে গেলে সকাল সাড়ে ৬টার দিকে কর্মচারীরা লঞ্চে ধোয়ামোছা শুরু করে। এ সময় লঞ্চের ছাদে পেছনের দিকে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে নৌ পুলিশে খবর দেয় লঞ্চ কর্তৃপক্ষ।

অজ্ঞাত ওই যুবকের পেটে দুটি ও বুকে তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।