স্কুলছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

বেপরোয়া গাড়ি চালানোর জন্য নাভারন গার্লস স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী ট্রাক চাপায় নিহত হওয়ার প্রতিবাদে এবং মাস্ক বিহীন স্কুলে প্রবেশ নিশেধ এর জন্য বেনাপোলে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

ঐতিহ্যবাহী বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসুচী পালন করেন। মঙ্গলবার বেলা ১১ টার সময় স্কুলের সামনে প্রধান সড়কে এ কর্মসুচী পালিত হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্তাজুর রহমান বলেন, সম্প্রতি বেপরোয়া গাড়ি চালানোর জন্য নাভারন গার্লস স্কুলের মেধাবী ছাত্রী লামিয়া আক্তার শেফা একটি ট্রাকের চাপায় নিহত হয়। এছাড়া শেফাকে বহনকারী ভ্যান আরোহী ও মারা যায় ওই ট্রাক চাপায়। তিনি আরো বলেন আমরা বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ সহ সাধারন মানুষকে করোনা মহামারি থেকে নিরাপদে রাখার জন্য এবং সচেতন করে তোলার জন্য মাস্ক ছাড়া এই স্কুল সহ অন্যান্য জায়গায় ও যাতে প্রবেশ করতে না পারে তার জন্যও এই মানববন্ধন কর্মসুচী পালন করি।

এসময় উপস্তিত ছিলেন সহকারী শিক্ষক নজরুল ইসলাম, এনামুল হক, শরিফুল ইসলাম, আল মামুন প্রমুখ।