রূপদিয়ায় ৮দলীয় ফুটবল খেলায় চ্যাম্পিয়ন তালতলা স্বাধীনতা সংঘ

যশোর সদর উপজেলার জিরাট দিগন্ত ক্লাবের আয়োজনে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে তালতলা স্বাধীনতা সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৩ টায় নরেন্দ্রপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমী মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে তালতলা নওয়াপাড়া স্বাধীনতা সংঘ বনাম গাইদগাছি দিলাইনস ক্লাব। খেলার প্রথম ও দ্বিতীয়ভাগে কোনো পক্ষে গোল করতে না পারায় টাইব্রেকার অনুষ্ঠিত হয়।

টাইব্রেকারে তালতলা নওয়াপাড়া স্বাধীনতা সংঘ ৭ গোল দিলে বিপরীতে গাইদগাছি দিলাইনস ক্লাব ৬ গোল দিতে সক্ষম হয়। এতে এক গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তালতলা স্বাধীনতা সংঘ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা। রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলী। এসময় উপস্থিত ছিলেন রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমীর সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেন, প্রধান শিক্ষক বিএম জহুরুল ইসলাম, নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই কাজী মনিরুজ্জামন মনির, ইউপি সদস্য আজিম বিশ্বাস, মুন্সী রবিউল ইসলাম, যুবলীগ নেতা রাজু আহম্মেদ, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের আহবয়ক প্রভাষক আল-মাহমুদ, জিএম সবুজ হাসান, জাহিদ বিশ্বাস।

রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান, সহকারী শফিকুল ইসলাম মিঠু ও ইমরান খাঁন। জিরাট দিগন্ত ক্লাবের সভাপতি জাফর ইকবল ও সাধারণ সফিয়ার রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন মাসুম রেজা তুষার ও সুজাত হোসেন।