রোহিঙ্গাদের শীতবস্ত্র উপহার তুরস্কের

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ৫ হাজার পরিবারকে উপহার হিসেবে কম্বল তুলে দিয়েছের তুরস্কের রাষ্ট্রীয় সহায়তা ও সমন্বয় সংস্থা (টিআইকিএ)। শীতের প্রকোপ থেকে রোহিঙ্গাদের রক্ষায় এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি। তথ্যটি নিশ্চিত করেছেন টিআইকিএ-র বাংলাদেশ সমন্বয়ক ইসমাইল গুন্ডোগদু।

তিনি বলেন, শীতের প্রকোপ থেকে রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে আমরা ৫ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ শেষ করেছি। পুরো শীত মৌসুমজুড়েই নির্যাতিত এই জনগোষ্ঠীর প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, রোহিঙ্গারা ২০১৭ সালের আগস্টে বৃহৎ আকারে সঙ্কটে পড়ে। এরপর থেকেই আমাদের সংস্থা রাষ্ট্রবিহীন এসব মানুষদের সহায়তা করার জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে, গত সপ্তাহে ৫ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে পাঁচ দিনের খাদ্য সামগ্রীর বিতরণও শেষ করেছে টিআইকিএ।