কেশবপুরে বিশ্ব মর্যাদা দিবস উপলক্ষে আলোচনা সভা

যশোরের কেশবপুরে দলিত পরিষদের আয়োজনে বিশ্ব মর্যাদা দিবস উপলক্ষে শনিবার শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে ও শ্যামল দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, খেলাঘর আসরের আহ্বায়ক আব্দুল মজিদ, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য ও সাংবাদিক এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলিতের ভরত দাস ও গোপাল দাস।

দলিত পরিষদের সভাপতি সুজন দাস বলেন, কেশবপুর উপজেলার ৩৭টি ঋষিপল্লিতে প্রায় ৬০ হাজার দলিত জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এ দিবসটিতে দলিতদের মানবাধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন ২০১৫ পাশের দাবি করা হয়।