ইন্দোনেশিয়ায় পৌঁছেছে চীনের তৈরি করোনার ভ্যাকসিন

covid 19 vaccine

চীনের সিনোবাগের উদ্ভাবিত করোনাভাইরাস ভ্যাকসিনের একটি চালান ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। প্রায় ১২ লাখ কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ নিয়ে প্রথম দফায় চালানটি সোমবারে দেশটিতে পৌঁছে বলে জানিয়েছে কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ‘আরও ১৮ লাখ ভ্যাকসিনের ডোজ নিয়ে আরেকটি চালান আগামী মাসে চীন থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছবে।’ এর আগে প্রথম দেশ হিসেবে ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাজ্যে। ইতিমধ্যে দেশটিতে প্রতিষ্ঠানটির তৈরি ভ্যাকসিন পৌঁছে গেছে। জানা গেছে, মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে।

এদিকে করোনাভাইরাসের দাপটে আবারও বিপর্যস্ত বিশ্ব। শীতের মৌসুম শুরু হতেই বিশ্বে করোনায় মৃত্যু আবার বাড়তে শুরু করেছে। গত একদিনে করোনায় সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে করোনায় আক্রান্ত ছয় কোটি ৭৩ লাখ এবং মৃত্যু ১৫ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। সুস্থ হওয়ার সংখ্যা চার কোটি ৬৫ লাখ।