যশোরে তরুণ লীগের উপশহর ইউনিয়ন কমিটি গঠন

বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের যশোর সদর ৫নং উপশহর ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা সোমবার ৭ ডিসেম্বর বিকালে যশোর উপশহরের বি ব্লক আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়৷

সভাপতিত্ব করেন বাংলাদেশ তরুণ লীগ ৫ং উপশহর শাখার সভাপতি ইয়াসির আরাফাত স্বদীপ। প্রধান অতিথি ছিলেন সাবেক সদস্য যশোর জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান ৫নং উপশহর ইউনিয়ান পরিষদ এহেসানুর রহমান লিটু, প্রধান বক্তা ছিলেন আসাদুল হক আসাদ প্রেসিডিয়াম সদস্য আওয়ামী তরুণলীগ কেন্দ্রীয় কমিটি ও সভাপতি যশোর জেলা শাখা, বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা শাখার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও শহর শাখার আহব্বায়ক আব্দার রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও যশোর কমান্ডের কমান্ডার গোলাম মস্তফা বাবু, উপদেষ্টা ও সাবেক সহ সভাপতি যশোর শহর আওয়ামী লীগ গোলাম মস্থফা কাজল, সদস্য যশোর জেলা যুবলীগ সৈয়দ মুনসুর আলম, ইউপি সদস্য হাসান জহির,যুবলীগ নেতা মাসুদ সহ জেলা, উপজেলা, শহর, ওয়ার্ড, শাখার নেতা কর্মিরা উপস্থিত ছিলেন৷

সভা শেষে ৫নং উপশহর ইউনিয়ন কমিটির সভাপতি ইয়াসির আরাফাত স্বদীপ সাধারণ সম্পাদক আইনুল হক রহিত সহ অন্যানের মধ্যে যারা কমিটিতে আছে তারা হলেন সহসভাপতি সাকিল আহম্মেদ, শেখ স্বজীব, পল্লব, হযরত আলী পাপ্পু, ইয়াছিন আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বিদার হোসেন আলভী, সাংগঠনিক সম্পাদক কবির, সহ সাংগঠনিক সম্পাদক শাওন হাওলাদার, দপ্তর সম্পাদক রাতুল, উপদপ্তর সম্পাদক মৃৃৃৃদুল ইসলাম পলক, প্রচার সম্পাদক আরাফাত ইসলাম ফারদিন, উপপ্রচার সম্পাদক কাজী আমির হামজা, সাংস্কৃৃৃতিক বিষায়ক সম্পাদক রাহিদ হাসান, উপসাংস্কৃৃৃৃতিক বিষায়ক সম্পাদক অংকণ, ক্রীড়া সম্পাদক নাজমুল হাসান দিপু, উপক্রীড়া সম্পাদক জীবন হোসেন, আপ্যায়ন সম্পাদক ইয়াসিন হোসেন সুজন, উপ আপ্যায়ন সম্পাদক রাহাদ, সমাজ সেবা সম্পাদক আশিকুর ইসলাম, উপ সমাজ সেবা সম্পাদক মাসুদ রানা, গ্রন্থ ও প্রকাশমা সম্পাদক মমিনুর রহমান, উপ গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক নাহিদ, স্কুল সম্পাদক সাব্বির হোসেন হাহুল, উপ স্কুল সম্পাদক মিকাইল৷ এছাড়া সদস্য হিসাবে রয়েছে সাদ্দাম হোসেন, ওপন, মাসুদ, সানি, হযরত, মিনহাজ আবেদিন, রাইসুল ইসলাম, খালিদ হাসান, রয়েল ইসলাম, রেজাউল ইসলাম, রিদয় হোসেন, সুজন, রাহাদ, রাতুল, অরন্য, জুবায়েদ হোসেন, হেলাল, তৌসিন আকশি, ফরহাদ হাসান পল্লব, মামুন হোসেন রুদ্র৷