যশোরে র‌্যাবের মাস্ক বিতরণ

mask hand sanitizer

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের আয়োজনে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার শহরের পাঁচটি স্থানে ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়।

র‌্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার সরোয়ার হোসেন জানান, দেশে করোনা ভাইরাস সনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কের বিকল্প নেই। মাস্ক ব্যবহারও বেড়েছে। আর এ করণে মাস্কের দাম বেড়ে গেছে। এজন্য দরিদ্র ও সাধারণ মানুষের মধ্যে র‌্যাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে।

সোমবার যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা, মণিহারসহ ৫টি স্থানে মাস্ক সরবরাহ করা হয়েছে।

তিনি সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, প্রথমে আমরা মাস্ক সরবরাহ করছি। এরপর যারা মাস্ক ব্যবহার না করবে তাদেরকে জেল, জরিমানা করা হবে।