চার সপ্তাহ বিশ্রামে মুমিনুল

দুবাইয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে সফল অস্ত্রোপচার শেষে রবিবার সকালে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। দেশে ফিরে তিনি জানিয়েছেন, চিকিৎসক তাকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন।

জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তাই প্রশ্ন উঠেছে যে, মুমিনুল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন কিনা?

তবে, বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে রাজি নন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুমিনুলকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এখনই কোনো সিদ্ধান্তে যাওয়া কঠিন। এ ধরনের অস্ত্রোপচারের পর সাধারণ ৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হয়। তবে এই বিশ্রাম মানে পুরো বেড রেস্ট নয়। আঙ্গুলের চোটের কারণে শুধু ব্যাটিং-বোলিং করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া বাকি ফিটনেস ট্রেনিং করা যাবে। আমরা আপাতত সপ্তাহ ধরে ধরে পর্যবেক্ষণ করব।’

চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলছিলেন মুমিনুল হক। তিনি খেলতে পেরেছেন মাত্র দুইটি ম্যাচ। এরপর আঙ্গুলের ইনজুরির কারণে তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে যান। দুই ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে ৮ ও দ্বিতীয় ম্যাচে ৫ রান করে অপরাজিত ছিলেন।