যশোরে বিশে হত্যার রহস্য উদঘাটন : মুল হোতা সাগর আটক

যশোর শহরের আরবপুর মোড়ে বালু ব্যবসায়ী বিশে হত্যার রহস্য উদঘাটন করে মুল হোতা আসামী সাগরকে শনিবার ভোরে গ্রেফতার সহ হত্যা কাজে ব্যবহৃত বার্মিজ চাকু উদ্ধার করেছে পুলিশ৷

শনিবার দুপুরে বিশে হত্যার রহস্য উদঘাটন করে মুল হোতা আসামী সাগরকে হাজির করে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার প্রেসব্রিফিং এ এসব তথ্য জানান৷

তিনি বলেন নিহত বিশের ভাই শুভ হাওলাদার (৩০) থানায় হাজির হয়ে লিখিতভাবে এজাহার দায়ের করেন যে, তার ভাই মৃত আমিনুর রহমান ওরফে বিশে (৪৫) ব্যবসা করিয়া জীবিকা নির্বাহ করত। আসামী সাগর ও তার ভাই একই সাথে বালির ব্যবসা করত। সেই কারনে বাদীর ভাই আসামী সাগর এর কাছে কিছু টাকা পাইতো। আসামী সাগর বাদীর ভাইয়ের বালির ব্যবসার পাওনা টাকা না দেওয়ায় শত্রুতা শুরু হয় এবং ভিকটিম আমিনুর রহমান বিশেকে খুন করার জন্য ষড়যন্ত্র করতে থাকে।

২১ ডিসেম্বার বাদীর ভাই বাড়ী হইতে গোসল করে আরবপুর মোড়ে আসলামের হোটেলে ভাত খাওয়ার সময় আসামী সাগর, আকাশ, তরিকুল, ফেরদৌস, নাঈম, রুবেল সহ অজ্ঞাতনামা কয়েকজন আসামীদের সহযোগীতায় বাদীর ভাই আমিনুর রহমান বিশেকে এলোপাতাড়ী ভাবে শরীরের বিভিন্ন স্থানে চাকু দ্বারা উপর্যুপরি আঘাত করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাহাকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়া আসিয়া সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন পৌনে চার টার দিকে মৃত্যুবরণ করে মর্মে এজাহার দায়ের করেন।

আজ শনিবার ভোর ৩টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়ানের চৌগাছিয়া গ্রাম থেকে আসামী সাগরকে আটক করে৷

গত ২৪ ডিসেম্বর তাদের প্রত্যেকে ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করান। হত্যাকাণ্ডের মুলহোতা সাগর আজ আদালতে ১৬৪ ধারায় জবান বন্দী দিতে পারে৷ হত্যার সাথে জড়িত অন্যদের নাম উঠে আসলে তাদের আটক করা হবে৷