২৮ ডিসেম্বর কমরেড হেমন্ত সরকারের ২২তম মৃত্যবার্ষিকী

আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) কমরেড হেমন্ত সরকার-এর ২২তম মৃত্যবার্ষিকী। এ দেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি। বাংলাদেশের কৃষক আন্দোলন তথা ঐতিহাসিক তেভাগা আন্দোলনে দৃষ্টান্ত স্থাপনকারী ভূমিকা পালন করেন। শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের মুক্তির লক্ষে নিঃস্বার্থ, নিবেদিত প্রাণ, ত্যাগী, অভিজ্ঞ নেতা ছিলেন কমরেড হেমন্ত সরকার।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে ঐ দিন সকাল ১০ টায় নড়াইল জেলার সদর থানার বড়েন্দার গ্রামস্থ সমাধিতে পুষ্পমাল্য অর্পন ও আ‌লোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন।

কমরেড হেমন্ত সরকার ১৯১৬ সালে বর্তমান নড়াইল জেলার সদর থানার বড়েন্দার গ্রামে এক গরীব কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শ্রমিকশ্রেণীর বিপ্লবী রাজনীতি ও কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্কিত হন ১৯৪০-এর দিকে এবং ১৯৪২ সালে পার্টি সভ্যপদ লাভ করেন। ঐতিহাসিক তেভাগা আন্দোলনে তিনি দৃষ্টান্তমূলক ভূমিকা রাখেন। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে গ্রেপ্তার হয়ে পঞ্চাশের দশকের মাঝামাঝি পর্যন্ত বন্দী জীবন কাটান।

আমৃত্যু বিপ্লবী কমরেড হেমন্ত সরকার ১৯৯৮ সালের ২৮ ডিসেম্বর ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।