যশোরে তেলবীজ ও ডাল ফসলের টেকসই প্রযুক্তি ব্যবহার কর্মশালা অনুষ্ঠিত

যশোর অঞ্চলে তেলবীজ ও ডাল ফসলের টেকসই প্রযুক্তির ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাংলাদেশ তৈলবীজ ও ডাল ফসলের গবেষণা উন্নয়ন জোরদারকরণ প্রকল্প এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মহাপরিচালক ড. মো. নজিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের পরিচালক (গবেষণা) ড. মিয়ারুদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের পরিচালক (তৈলবীজ) ড. রিনা রানী সাহা, পাবনা ঈশ্বরদী গবেষনা কেন্দ্রের পরিচালক ড. দেবাশীস সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পার্থ প্রতীম সাহা, বাংলাদেশ তৈলবীজ ও ডাল ফসলের গবেষণা উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল লতিফ আকন্দ।

এ সময় আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মতিয়ার রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওসার উদ্দিন আহম্মদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর ও কুষ্টিয়ার গবেষণা, বিএডিসি, কৃষি সম্প্রাসরন অধিদপ্তরের ৫০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।

কর্মশালায় তৈলবীজ ও ডাল ফসলের সম্প্রারণ ও উন্নয়নের উপর আলোচনা করা হয়।