যশোরে ক্ষুদ্র মোটরগাড়ি শিল্পের উন্নয়নে বৈঠক

যশোরে ক্ষুদ্র মোটরগাড়ি শিল্পের উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের জন্য গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে আরআরএফ-এর উদ্যোগে যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেছে পিকেএসএফ।

অনুষ্ঠানে আরআরএফ-এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি নুর ইসলাম, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাইফুল ইসলাম, বাংলাদেশ অটো শিল্প ওয়ার্কশপ সমিতি যশোরের সাধারণ সম্পাদক শাহীন কবির প্রমুখ।

বৈঠকে আলোচকগণ বলেন, যশোরের অটোমোবাইল শিল্প এগিয়ে যাচ্ছে। বর্তমানে জেলায় বছরে হাজার কোটি টাকার গাড়ির যন্ত্রপাতি ও বডি তৈরি হচ্ছে। যা আগে সবই আমদানি নির্ভর ছিল। অথচ শিল্পটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে। রাস্তার পাশে ওর্য়াকশপগুলো গড়ে ওঠায় ঝুঁকির পাশাপাশি শ্রমিকরা ধুলায় অসুস্থ হয়ে পড়ছেন। যে কারণে জেলায় পৃথকভাবে শিল্পাঞ্চল গড়া তোলা প্রয়োজন।

একই সাথে বক্তারা অটোমোবাইল শিল্পে কর্মরত শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে প্রশিক্ষণের পাশাপাশি যশোরের সম্ভাবনাময় এই শিল্পের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র ও নির্দিষ্ট শিল্পাঞ্চলের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।