স্মিথ-কোহলিকে টপকে টেস্টে সেরা ব্যাটসম্যান উইলিয়ামসন

অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে সরিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে টেস্টে সেরা ব্যাটসমানের জায়গাটি দখল করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃহস্পতিবার র‌্যাঙ্কিংয়ের আপডেট তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি (১২৯ রান) করেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে করেন ২১ রান। ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার পান উইলিয়ামসন। ৩০ ডিসেম্বর শেষ হওয়া ম্যাচে পাকিস্তানকে ১০১ রানে হারায় কিউইরা।

টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর পজিশনটি ৩১৩ দিন ধরে রেখেছিলেন স্মিথ। আর দ্বিতীয় অবস্থানটি ৫১ দিন ধরে রেখেছিলেন কোহলি।

বর্তমানে ৮৯০ রেটিং নিয়ে শীর্ষে আছেন উইলিয়ামসন। ৮৭৯ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে কোহলি। আর ৮৭৭ রেটিং নিয়ে তৃতীয় অবস্থানে স্মিথ।

কেন উইলিয়ামসন বলেছেন, ‘আমাদের প্রজন্মে তারা দুজন (স্মিথ-কোহলি) চমৎকার ক্রিকেটার। তাদের ছাড়িয়ে যাওয়াটা বিস্ময়কর।’

টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিমও উন্নতি করেছেন। ৬৫৪ রেটিং নিয়ে টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় তিনি ১৬তম অবস্থানে রয়েছেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুশফিকই সবার উপরে অবস্থান করছেন।

সাদা পোশাকের এই ফরম্যাটে বোলারদের তালিকায় এক নম্বর অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। দ্বিতীয় অবস্থানে আছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। তৃতীয় অবস্থানে নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার।