স্থগিত হবে না প্রিমিয়ার লিগ

যুক্তরাজ্যে নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। তবে আয়োজকরা জানিয়ে দিয়েছেন, লিগ সাময়িকভাবে স্থগিত রাখার কোনো ভাবনাচিন্তা তাদের নেই। সূচি মেনেই আগামী ম্যাচগুলি খেলা হবে।

এক বিবৃতিতে ইপিএলের তরফে জানানো হয়েছে, ব্রিটিশ সরকারের সমর্থন নিয়েই তাদের এই সিদ্ধান্ত। তাদের দাবি, কোভিড-১৯ রুখতে যে প্রোটোকল রয়েছে এবং জৈব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা যথেষ্ট শক্তিশালী।

সম্প্রতি টটেনহ্যাম হটস্পার বনাম ফুলহ্যাম এবং ম্যানচেস্টার সিটি বনাম এভারটনের ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। ফুলহ্যামের তরফে আয়োজকদের অনুরোধ করা হয় ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্যে। ফুটবলার, সাপোর্ট স্টাফ এবং বাকিদের স্বাস্থ্য এবং নিরাপত্তার কথা ভেবেই এই দুটি ম্যাচ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইপিএল।