যশোরে সীমিত আকারে বই বিতরণ শুরু

নতুন বছরের প্রথম দিনে নতুন ক্লাসের বই যশোরে সীমিত পরিসরে বিতরণ করা হয়েছে। করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে বই দেয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে দশটায় যশোর জিলা স্কুলের চতুর্থ শ্রেণির বই দিয়ে উৎসবের সূচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেকসহ স্কুলের শিক্ষক, কিছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।

জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক জানান, এ বছর করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে বই প্রদান করা হয়েছে। জেলার তিন লাখ ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৪০ লাখ ৬৪ হাজার নতুন বই বিতরণ করা হবে। শুক্রবার থেকে ১২ দিনের মধ্যে সব বই প্রদানের কার্যক্রম শেষ করা হবে।

যশোরে এ বছর প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৪ লাখ ১২ হাজার ৭৩৩ এবং মাধ্যমিক পর্যায়ে ২৭ লাখ ৭৫ হাজার ১৪৬ খানা বইয়ের চাহিদা রয়েছে।