নড়াইলের লোহাগড়ার স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

las

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নড়াইলের লোহাগড়ার স্কুলছাত্রী সুমনা আক্তার কাজলের (১৩) মৃত্যু হয়েছে।

শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়।

সে নড়াইলের লোহাগড়া উপজেলার খোলা দিঘলিয়া গ্রামের কোবায়েদ শেখের মেয়ে। সুমনা লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

নিহত কাজলের মা শাহানারা বেগম বলেন, শনিবার সন্ধ্যায় কাজল গোয়ালে গরু তুলছিল। ওই সময় তার ওড়না গরুর দড়ির সাথে জড়িয়ে যায়। গরুটিও গোয়াল থেকে বাইরে দৌড় দিলে টিনের ওপর পড়ে হাত কেটে প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার জাহিদুল ইসলাম বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

যশোর কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) ইদ্দিসুর রহমান বলেন, নড়াইল লোহাগড়া থানায় আমরা বার্তা দিয়েছিলাম ওখানে মামলা বা জিডি হয়নি৷ তবে কোতয়ালী থানায় জিডি করে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে৷